শেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত।

0
8

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
বিস্তারিতঃ ময়মনসিংহ বিভাগের শেরপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় মোস্তাক (১৬) নামে এক রিকশা ভ্যানচালক নিহত হয়েছে।
আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক তেঁতুলতলার শিমুলতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
এদিকে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ব্যারিকেড দিলে আধাঘণ্টা ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনার বাংলা পরিবহনের বাসটি আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল পৌনে ১০টা দিকে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস তারাকান্দি তেঁতুলতলা এলাকায় একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাভ্যান চালক মারা যায়।
পুলিশ ওই রিকশা ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here