ডেস্ক রিপোর্ট.
এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে না পারলে সামনের দিনে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মতো জরুরি পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে আশংকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে চলমান ‘অ্যান্টিমাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক’-এ বিশ্বনেতাদের সংগঠন ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এমন সতর্কবার্তা দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের যোগে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় তিনি এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে বিশ্বব্যাপী সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মানুষকে সচেতন করতে সমন্বিত উদ্যোগ নিতে বিশ্বনেতাদের আহ্বান জানান। পাশাপাশি, নতুন নতুন এন্টিবায়োটিক উদ্ভাবনে গবেষণা বাড়ানোর তাগিদ দেন। এন্টিবায়োটিক নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপি অ্যান্টিমাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক।