রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়ন ও চৌমুহনীতে ১১৩ মেগাওয়াট বিদুৎকেন্দ্র আজ জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও বার্তায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, জেলা প্রশাসক খোরশেদ আলম খানঁ, জেলা পরিষদের চেয়ারম্যান ডা:এবিএম জাফর উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম,বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সালসহ বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক কমকর্তাবৃন্দ। নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন বলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, মুজিববর্ষে আমার বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ও চৌমুহনীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র প্রকল্প উদ্বোধন করার জন্য। বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় ও প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার প্রাণপ্রিয় নেত্রী। এছাড়াও সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নের কারিগর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নগুলো বাস্তবায়ন করছেন বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আজ বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।