মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুরে অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ শে এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই ত্রান সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবীব, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ও ফুলপুর সাহিত্য পরিষদের সম্মানিত উপদেষ্টা রওশন আরা বেগম।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি’র নির্দেশেই এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।