ঝিকরগাছা উপজেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন

0
12

মোঃইমরান হোসাইন,যশোর জেলা ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনার ৭৪তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে সোমবার ঝিকরগাছা আ‌লিয়া মাদ্রাসা হলরু‌মে উপ‌জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে আ‌লোচনা সভা,‌দোয়া মাহ‌ফিল কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর আলম মুকু‌লের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন , য‌শোর-২ আস‌নের সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন। বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন ঝিকরগাছা উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম। উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ও উপ‌জেলা যুবলীগ নেতা র‌ফিকুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় বক্তব্য রা‌খেন, য‌শোর জেলা যুবলী‌গের সহ-সভাপ‌তি আজাহার আলী, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সে‌লিম রেজা, শিমু‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি ম‌তিয়ার রহমান সরদার, মাগুরা ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নাভারন ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক র‌ফিকুল ইসলাম বু‌লি, ঝিকরগাছা ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক খাইরুল হুদা রা‌সেল, ও উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি এহসানুল হা‌বিব শিপলু। উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক ও উপ‌জেলা যুবলীগ নেতা শামীম রেজা, উপ‌জেলা যুবলীগ নেতা জা‌ফিরুল হক, আব্দুল বা‌রিক, শা‌হিদুর রহমান শিপল‌ু, এমামুল হা‌বিব জগলু , আ‌রিফুজ্জামান ছন্টু,উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক কামাল হো‌সেন, বাঁকড়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান নেছার আলী, পৌর কাউ‌ন্সিলর ক‌ফিল উ‌দ্দিন , আব্দুর রাজ্জাক, সাইফুল আলম সুজন, নিমাই চন্দ্র, নাভারন ইউ‌নিয়ন আওয়ামীলীগ নেতা ফি‌রোজ আহ‌ম্মেদ, হা‌জিরবাগ ইউ‌নিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল আ‌মিন মধু, র‌বিউল গাজী , ঝিকরগাছা পৌর ছাত্রলী‌গের সাধারন সম্পাদক তৌ‌ফিক আলম কৌ‌শিক প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here