September 1, 2020 মোঃতারেক ইসলাম সিয়াম, টাংগাইলে প্রতিনিধি :
বিস্তারিত : টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ব্যবস্থাপনায় ২ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮’শ ৭৬ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ ছোট মনির। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম এডভোকেট, নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা ও মো. সাইদুল ইসলাম তালুকদার দুদু, বিদ্যালয় কমিটির সভাপতি আব্দুল হালিম প্রমুখ।