টাঙ্গাইলে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে প্রেমিকার অবস্থান

0
18

মোঃ তারেক ইসলাম সিয়াম, টাঙ্গাইলপ্রতিনিধিঃ
বিস্তারিত:টাঙ্গাইলে কালিহাতীর এলেঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন আফরোজা মনি নামের এক কলেজ ছাত্রী।
সে গত শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের ইসমাইল মন্ডল ছেলে জাহিদ হাসান বাবুর বাড়িতে স্বামীর মর্যাদার দাবিতে এ অবস্থান নেয়।
শনিবার বিকালে তাকে সেখান থেকে উদ্ধার করে বাবুর চাচার বাড়ীতে নিয়ে রাখা হয়েছে স্থানীয় মাতব্বররা।
ওই কলেজছাত্রী বাবুর বাড়িতে অবস্থান নিলে পিটিয়ে জখম করে বাবুর আত্মীয়-স্বজনরা বলে জানিয়েছেন ওই কলেজছাত্রী।
কলেজ ছাত্রীর অভিযোগ, বাবু ফুঁসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে আদালতের মাধ্যমে কোট মেরেজ করে ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
পরে তাকে নিয়ে অন্যত্র জায়গায় প্রায় দেড়-দুই মাস স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে। পরে কলেজ ছাত্রীকে রেখে স্বামী বাবু কৌশল অবলম্বন করে পালিয়ে যায়।
উপায়ন্ত না দেখে সে গত শুক্রবার দুপুরে এলেঙ্গা মসিন্দা বাবুর বাড়িতে অবস্থান নেয়। তার অবস্থানে ক্ষুব্ধ হয়ে বাবুর পরিবারের লোকজন কলেজ ছাত্রীকে পিটিয়ে জখম করে বলে ওই নির্যাতিত ছাত্রী জানিয়েছেন।
বর্তমানে স্বামী বাবু পলাতক রয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) গ্রাম্য মাতবররা সালিস এর আয়োজন করেছে বলে বাবুর পিতা ইসমাইল হোসেন মন্ডল জানিয়েছেন।
এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি শুনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here