নোয়াখালীতে সাংবাদিক ইউনূসের স্ট্যাটাসে ৪ বছর পর সন্তানদের দেখা পেলেন মা

0
14

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি

সোস্যাল মিডিয়ার মাধ্যমে ৪ বছর পর শেরপুরের বুদ্ধি প্রতিবন্ধী জুলেখা বেগম ফিরে পেল তার সন্তানদের। সুবর্ণচর উপজেলার সোলায়মান বাজারে বৃদ্ধা মা’কে খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বুধবার(৩০-০৯-২০২০ইং) চরক্লার্ক ইউনিয়নের সোলায়মান বাজারে চনখোলা পুলিশ ক্যাম্পের আই সি মো.জাহাঙ্গীর আলম,বাজার সেক্রেটারি কবির আহমেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সামনে বৃদ্ধাকে তার সন্তানদের হাতে হস্তান্তর করা হয়। জানা যায়, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা একজন মহিলা ৪ বছর পূর্বে বাড়ী থেকে পথ হারিয়ে নোয়াখালীতে চলে আসে।পরবর্তীতে সুবর্ণচরের সোলায়মান বাজারে আশ্রয় নেন এবং ময়না টেলিকমের মালিক মো.মজনুর তত্ত্বাবধানে বৃদ্ধা মহিলাটি থাকতো। বিষয়টি স্থানীয় সাংবাদিক ইউনুছ শিকদার জানতে পেরে প্রতিবন্ধী মহিলাকে নিয়ে ব্যক্তিগত ফেইসবুকে একটি পোস্ট দিলে তা বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়। পরে শেরপুরের দেশবার্তার সাংবাদিক জুয়েল রানাও একাধিক অনলাইনে নিউজটি প্রকাশ করে। এখবর শেরপুর পুলিশ সুপার ও শেরপুরের সাংবাদিকদের নজরে আসলে তারা খোঁজ নিয়ে দেখেন, মহিলাটি শেরপুরের নখলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের আদর্শ গ্রামের মোস্তাহারের হারিয়ে যাওয়া মা। বৃদ্ধার সন্তানরা তাদের মায়ের খবর পেয়ে ছুটে আসেন নোয়াখালীতে। প্রতিবন্ধী জুলেখা বেগমের ছেলে রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, চার বছর পূর্বে তার মাকে হারিয়ে ফেলে তারা। অনেক খোঁজাখুঁজির পরে একপর্যায়ে মা কে পাওয়ার আশাও ছেড়ে দেন। আজ নোয়াখালীর সাংবাদিক ইউনুস শিকদার এর উসিলায় তারা তার মা’কে পেয়ে খুব খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here