রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ইউনিয়ন স্বাস্ব্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা) সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর অর্থায়নে ‘মায়ের হাসি’ প্রকল্পের প্রসব সেবা সেবাদানকারি নিয়োগের চুক্তিপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ের স্বাস্ব্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন। ‘সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন’ এর প্রধান উপদেষ্টা আবু জাফর মোহাম্মাদ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক একেএম জহিরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সেভ দ্যা সিলড্রেন ডেপুটি ডিরেক্টর সালেহ উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮ নং মোহাম্মাদ পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের” মহাপরিচালক সিরাজ ইবনে মোন্তফা বলেন, “মানবিক বিপর্যয়ে পাশে আমরা আর্ত মানবতার সেবায় সদা প্রস্তুত” এ মূলতন্ত্রকে অগ্রদূত হিসেবে গ্রহণ করে এ ফাউন্ডেশনের অগ্রযাত্রা।
যে কোন মানবিক কার্যক্রমে “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন” শুরু থেকেই সম্পৃক্ত থাকার চেষ্টা করছে। এছাড়াও এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে চিকিৎসা,বাসস্থান,পূর্ণবাসন, গরীব মেয়ের বিয়ের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সমূহ।