পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার এসএমএ মাজেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে অবশেষে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ঠরা জানিয়েছেন আগামী সোমবার এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ বারের মতো প্রধান শিক্ষক পদের নিয়োগ নিয়ে জটিলতা দেখা দিলে এক পর্যায়ে পাইকগাছা-কয়রার এমপি আলহাজ্ব আকতারুজ্জামান বাবু পর্যন্ত গড়ায়। শেষপর্যন্ত এমপির নির্দেশনা মতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ মজিদ সানা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মন্ডল সহ কমিটি সংশ্লিরা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র কার্যালয়ে বসাবসি করে নিয়োগ পরীক্ষার সিদ্ধান্ত গ্রহন করেছেন। নিয়োগ জটিলতার অবসান হওয়ায় কমিটি সংশ্লিষ্টরা সহ এলাকার মানুষ সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছেন।