মধ্যনগরে ইউনিয়ন চেয়ারম্যানকে সংবর্ধনা

0
77

অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- প্রবীর বিজয় তালুকদার দেবল ‘কে সামাজিক কর্মকান্ড,শিক্ষায় বিশেষ অবদানের প্রেক্ষিতে মনখোলা ও একজন সাদামনের মানুষ হিসেবে সামাজিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে”মধ্যনগর ফাউন্ডেশনের”পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে রবিবার দুপুরে। এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় তৎপর মানপত্র তুলে দেন, সভায় সভাপতিত্বে ছিলেন মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সঞ্চালনা করেন সুজিত চক্রবর্ত্রী,আলোচনায় অংশ নেন মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাঙ্গঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, সাহিত্যিক,অজয় রায়,অভিযাত্রী সংঙ্গঠনের সভাপতি আতিকুর রহমান ফারুকী, মোহিত কান্তি দে,সাংবাদিক এনামুল হক এ্যানি,আল আমিন আহম্মেদ সালমান,ও সদস্য বিল্লাল হোসেন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here