রংপুর থেকে নাসরিন নাজ। –
মানবতার কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জিএম সৈকতের নির্দেশনায় গতকাল ২৬ সেপ্টেম্বর রংপুর জেলা ও বিভাগীয় কমিটির পক্ষ হতে রবার্টসনগন্ঞ্জ এলাকার এক অসুস্থ প্রতিবন্ধি মাহবুব আলমকে তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। অসুস্থ প্রতিবন্ধি মাহবুব আলমের হাতে টাকা তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগের সভাপতি কবি-লেখক,সাংবাদিক ও সাফল্য প্রকাশনীর প্রকাশক,ডাঃ হারুন স্মৃতি পাঠাগার এর সভাপতি নাসরিন নাজ ও মানবতার সৈনিক কবি লেখক, ছড়াকার এটিএম মোর্শেদ।