জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
হবিগঞ্জ এর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের প্রবাসী হাজী মোঃ আশিক মিয়া (কানাডা প্রবাসী), মোঃ হারুন মিয়া (ইংল্যান্ড প্রবাসী), মোঃ লেফাছ মিয়া (ইংল্যান্ড প্রবাসী), মোঃ মাসুক মিয়া (ইংল্যান্ড প্রবাসী), মোঃ আব্দুল হক লয়লুছ (ইংল্যান্ড প্রবাসী), মোঃ সাজন মিয়া (ইতালি প্রবাসী), মোঃ খাইরুল ইসলাম (ইতালি প্রবাসী), মোঃ বদরুল আমিন (ইংল্যান্ড প্রবাসী), দের আর্থিক সহযোগিতায় এবং জুয়েল আহমদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ রুহুল আমিন ও নূর মোহাম্মদ এর সঞ্চালনায় “আরাফাত ফাউন্ডেশন (বনগাঁও)” গ্রামের পক্ষ থেকে মাহে রমাদান উপলক্ষে প্রায় ১৫০ টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি মোঃ সোনাহর হোসেন, হাজী মোঃ মাসুক মিয়া, হাজী মোঃ বাহার মিয়া, মোঃ আলফু মিয়া, মৌলানা ক্বারি কাওছার আহমদ কামালি ইমাম বনগাঁও জামে মসজিদ, মৌলানা মোঃ ফয়জুল করিম ইমাম বনগাঁও নতুন জামে মসজিদ।