কলমাকান্দায় ভারতের মেঘালয় থেকে ভেসে আশা অজগর সাপ ধরা পড়েছে।

0
100

রিপোর্টঃ নেত্রকোণা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে চন্দ্রডিঙ্গা নামক স্থানে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে এক বিশাল বড় অজগর সাপ ধরা পড়েছে।সাপটি আনুমানিক কত ফুট লম্বা হবে কেউ ধারণা করতে পারেনি এখনো।এই অজগর সাপটি একটি জেন্ত হরিণ গিলে ফেলেছে পরে হরিণকে হজম করতে না পেড়ে বমি করে ছেড়ে দেয়।এই সাপটি এলাকার লোকজন দেখে সবাই বয় পেয়ে গেছে।পরে স্হানীয় লোকজন সাপটিকে আটক করে।তবে সাপটিকে দেখতে আশা দশর্নাথীরা বলেন,এই সাপটিকে না মেরে উপজেলা প্রশাসন এর সাহায্যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে যেন হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here