কাপাসিয়ায় হত্যার ১মাস পার হলেও পরিচয় মেলেনী অজ্ঞাত সাধুর

0
73

কাপাসিয়া প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল বাজারে অজ্ঞাত এক সাধু খুনের ১মাস পার হলেও মেলেনি তার পরিচয়। গত জুলাই মাসের ২২ তারিখে ওই এলাকার সঞ্জয় মন্ডলের পুত্র শ্রী-দিপ্ত @ আকাশ মন্ডল মন্দিরের সামনে তাকে এলোপাথারী কুপিয়ে জখম করলে চারদিন পর জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৬শে জুলাই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্ত শেষে ধর্মীয় রিতি অনুযায়ী তার সৎকার করা হয়। মামলা সুত্রে যানাযায়, প্রায় ৬/৭ মাস যাবৎ অজ্ঞাত পরিচয় একজন সাধু পাগল (৬০) আড়াল এলাকায় ভিÿাবৃত্তি করে আসছিল এবং আড়াল বাজার¯Í শিব কালী মন্দিরের খোলা বারান্দায় রত্রি যাপন করত। ওই রাতে একই স্থানে বিবাদী আকাশ মন্ডল রত্রি যাপন করতে গেলে সাধু পাগল বাধা দেয়। এতে ÿিপ্ত হয়ে আকাশ মন্ডল তাকে এলোপাথারী কুপিয়ে যখম করে পালিয়ে যায়। বাজারের পাহারাদার আহাম্মদ সরদার সহ অন্য পাহারাদাররা তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ আহসানউলøাহ্ মাষ্টার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে আবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আকরাম হোসেন রিপন কাপাসিয়া, গাজীপুর ৩১/৮/২০ ০১৭১৫০৭৮৭৬০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here