ঘাটাইলে পাঁচটিকরী গ্রামে রাস্তার সরকারী গাছ কর্তন

0
38

মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল,টাঙ্গাইল প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লোকেরপাড়া ইউনিয়নে পাঁচটিকরী গ্রামে।গুম হত্যা মামলার ভয় দেখিয়ে সরকারী রাস্তার মুল্যবান গাছ কেটে নিলো মোঃ সোলায়মান। তার বাড়ি একই ইউনিয়নের চরবকশিয়া গ্রামে সে আরফান আলীর ছেলে। এ বিষয়ে গ্রামবাসীর শতাধিক লোকের যৌথ স্বাক্ষরিত উপজেলা নিবার্হী অফিসার ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেছে। লিখিত অভিযোগও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় চলতি মাসের১৪/০৯/২০২০ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়েনের চরবকশীয়া গ্রামে আরফান আলীর ছেলে সোলায়মান তার অনুগত বাহিনী নিয়ে দিনে দুপুরে কোন প্রকার আইনের তোয়াক্কা না করে পাচঁটিকরী মৌজায় রাস্তার উভয় পাশের সরকারী রাস্তায় লাগানো সেগুন,আকাশমনি,ইউকিলেপটাস,ফলজ,বনজধী সহ নানা প্রজাতির ৭১টি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মুল চার লক্ষাধিক (৪০০০০০) টাকা। গ্রামবাসী বাধা দিলে তাদের তাদেও হুমকি গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন এমনকি মেরে ফেলার হুমকি দেয়।গাছ কাটার বিষয়ে ঐ গ্রামের আলহাজ মতিউর রহমান(৬৫),বাদশা মিয়া(৭২),হাসানআলী(৪০),আবুবক্কর সিদ্দিক বাবু,ইসমাইল হোসেন(২৫)বেলাল(৪৫)জানায় আমাদের কে মামলার ভয় দেখিয়ে সোলায়মান হুমকি দিয়ে বলেন আমি রাস্তার গাছসহ জমি কিনে নিয়েছি বেশী বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকি দেয়। এসব অভিযোগের বিষয়ে সোলায়মান মুঠোফোনে জানায় গাছ কাটার বিষয়ে সত্যতা স্বীকার করে জানায় আমি কোন রাস্তার গাছ কাটিনি আমার নিজের জায়গার গাছ কেটেছি। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার জানায় আমি লিখিত পেয়েছি তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here