মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক খান (মানিক মাস্টার) বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৯ ঘটিকা সময় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকালে ঘাটাইল দিগড় ইউনিয়নের কাছড়া নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কাছড়া সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ আশেপাশের কয়েক গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।