মোঃ মেহেদী হাসান রাজা) বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল ভূঞাপুর আওমীলীগের সাধারণ সম্পাদক ও অভিনেতা নিশোর বাবা করোনায় মৃত্যু ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা আরফান নিশো এর বাবা, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ মিয়া ভোলা করোনায় আক্রান্ত হয়ে মারা মান। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এসময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ও আত্নীয় স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ হক টুকু বলেন , আব্দুল হামিদ মিঞা (ভোলা মিঞা) উপজেলার ভারই চর পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।ভোলা মিয়া। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নির্বাচিত জেলা পরিষদ সদস্য ,সভাপতি ভারই দ্বিমুখি উচ্চ বিদ্যালয় ,সভাপতি ভারই ঈদগাহ মাঠ, বিশিষ্ট ব্যাবসায়ী, পরিশ্রমী সংগঠক ছিলেন। আব্দুল হামিদ মিয়া ভোলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ অনেকে।