শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তাহিরপুরবাসীকে পবিত্র ঈদ উদযাপন ও কোরবানি সংক্রান্ত ৬টি নির্দেশনা এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
শনিবার (৯জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ সহ তাহিরপুর উপজেলার সকলকে ঈদের শুভেচ্ছা জানান ও ৬টি নির্দেশনা দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা তাহিরপুরবাসী একটি প্রলয়ংকারী বন্যার পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। তাহিরপুরের মানুষ অত্যন্ত সাহসী। এ কারণেই আমাদের বিশ্বাস, আমরা দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, উদযাপন করতে পারবো ঈদসহ অন্যান্য ধর্মীয়/সামাজিক অনুষ্ঠান। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
ঈদুল আযহাকে সামনে রেখে ইউএনও’র ছয়টি নির্দেশনা হল- ১. ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এবং সবার সাথে সৌহার্দ্যের ভিত্তিতে ঈদের জামাতে অংশ নিন।
২. ধর্মীয় রীতিনীতি মেনে যথাযথভাবে পশু কোরবানি করুন। এবার অনেক ভাই কোরবানি করতে পারবেননা। যতদুর সম্ভব সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন।
৩. পশু কোরবানির পর রক্ত বা অন্যান্য ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে পুঁতে ফেলুন। কোন অবস্থাতেই ময়লা আবর্জনা নদী, হাওর কিংবা পুকুরের পানিতে ফেলা যাবে না।
৪. কোরবানির পশুর চামড়া যথাসম্ভব ঈদের দিনেই দ্রুত বিক্রয় করে দিতে হবে। বিক্রয় না হলে ধর্মীয় প্রতিষ্ঠানে চামড়া দান করে দিতে পারেন অথবা চামড়া হতে মাংস ছাড়িয়ে লবন দিয়ে সংরক্ষণ করতে পারেন।
৫. যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান চামড়া সংগ্রহ করে থাকেন তাদেরকে চামড়া ব্যবসায়ীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
৬. আমরা কোনো অবস্থাতেই একটি চামড়াও নষ্ট হতে দিতে চাই না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
সকলের নিরাপদ জীবন প্রত্যাশা করেন তিনি।