সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ- নাজিম চৌধুরীকে নিয়ে অপপ্রচারকারীদের শাস্তি দাবি ঢালচরবাসীর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত মুক্তিযোদ্ধা বসারত উল্ল্যা চৌধুরীর ছেলে সাবেক সচিব নাজিমউদ্দিন চৌধুরীর বিষয়ে অপপ্রচারকারীদের শাস্তি দাবি করেছেন ভোলা জেলার মনপুরা উপজেলা ও ঢালচর গ্রামের বাসিন্দারা। ছয় দশকেরও বেশি সময় ধরে ঢালচর গ্রামে জনদরদী বলে পরিচিত নাজিম চৌধুরীর পরিবারের প্রতি ঈর্ষার বশে সম্প্রতি একটি মহলের কাল্পনিক অপপ্রচারের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানান তারা। মনপুরা এক নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার জানান, নাজিমউদ্দিন চৌধুরীর বাবা মরহুম বসারত উল্ল্যা চৌধুরী ঢালচরে ১৯৫৬ সালে ডেম্পিয়ার এগ্রিকালচার ও ডেইরী ফার্ম লিমিটেড প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এ প্রতিষ্ঠান উন্নত পদ্ধতিতে চাষাবাদ ও পশুপালন করে আসছে। নাজিমউদ্দিনের বিরুদ্ধে চর দখলের অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন, তার প্রমাণ মনপুরা উপজেলার ভূমি অফিসে রক্ষিত সরকারি রেকর্ডেই পাওয়া যায়। ঢালচরের অধিবাসী বেলায়েত সরকার বলেন, ‘আঙগো বড়ো ছার (নাজিমউদ্দিন চৌধুরী) ম্যালা ভালা মানুষ, স্কুল করছে, ডাক্তারখানা করছে। আঙগো ছার সোনার পদক পাওইন্যা মানুষ। মাছ পালে, মহিষ পালে, ওহানে আঙগো ম্যালা লোক কাম করে। হেইরাম মাইনষেরে যারা খারাপ কয়, হ্যাগো বিচার হওনের কাম।’ খোঁজ নিয়ে জানা যায়, নাজিম চৌধুরী প্রতিষ্ঠিত অবৈতনিক প্রাথমিক স্কুলটিই ঢালচরের একমাত্র স্কুল যা গত কয়েক বছর ধরে সমগ্র মনপুরা উপজেলার পিইসি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করে আসছে। এ প্রসঙ্গে নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ‘আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্যকর্মী ছিলেন, তিনি একজন স্বনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। পাাকিস্তানি সমর্থকেরা মুক্তিযুদ্ধের সময় আমাদের অধিকাংশ সম্পত্তি ধ্বংস করে দেয়। কাজেই ১৯৭১ সালে পাকিস্তানিদের সহায়তায় ঢালচরের জমি দখল করার যে কাহিনী কেউ প্রচার করছেন, তা একইসাথে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। ২০১৫ সালে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার পর আমি এ মন্ত্রণালয়ের মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি, যিনি যোগ্যতার বিচারে আমার চাকুরীর মেয়াদও বৃদ্ধি করেছেন।’ উল্লেখ্য, নিজামউদ্দিন চৌধুরী বর্তমানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ সংবাদ
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত
আকরাম হোসেন রিপন
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৭ই মার্চ উপলক্ষ্য উপজেলা প্রশাসন...
কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন।
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ...
গাজীপুরে স্থানীয়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ৬০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের...
ইতালির বারে গুলিবর্ষণ, প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩
ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন।
ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে...
শুধুমাত্র হাত পরিষ্কার থাকলেই আমরা ৮০ ভাগ রোগ থেকে মুক্তি পেতে পারি বললেন সিমিন...
আকরাম হোসেন রিপন (কাপাসিয়া) গাজীপুর আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। আর শুধুমাত্র হাত পরিষ্কার রাখলে আমরা আশি পার্সেন্ট...