রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বুধবারের মত আজ দুপুরেও জোয়ারের পানি বাড়তে থাকায় এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার সূখচর, চরঈশ্বর, নলচিরা, তমরদ্দি, সোনাদিয়া ও নিঝুমদ্বীপসহ ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ২০ হাজার পরিবারের চুলা, ২ হাজার পুকুরের মাছ ও শত শত একর জমির আউশ ফসল পানিতে তলিয়ে গেছে। জানা যায়, ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এতে সূখচর ইউনিয়নের চরআমানউল্যা, বৌবাজার, চেয়ারম্যান বাজার, নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরাঘাট এলাকা, চরঈশ্বর ইউনিয়নের তালুকদারগ্রাম, ফরাজীগ্রাম,৭নংগ্রাম, মাইজচা মার্কেট এলাকা ও হাতিয়ার উত্তরাংশে হরনী ও চানন্দী ইউনিয়নের ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ২০ সহস্রাধিক মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। চরইশ্বরই ইপি সদস্য কামরুল ইসলাম মহব্বত বলেন, দুপুরের পর থেকে শুর হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ী ডুবে যায়। নলচিরা ঘাটে প্রায় ২০টি দোকান ঘরে পানি ডুকে মালামাল নষ্ট হওয়াসহ ৫টি দোকান-পাট স্রোতের টানে পানিতে ভেসে যায়। জোয়ারের পানিতে অনেকের বাড়ীর পুকুরের মাছ চলে যায়। তমরদ্দি ইউপি চেয়ারম্যান ফররুখ আহমেদ জানান,বর্ষার টানাবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে তমরদ্দি ইউনিয়নের নিন্মাঞ্চলগুলি প্লাবিত হয়েছে। দ্রুত বেড়ীবাঁধ সংস্কার করা প্রয়োজন। নিঝুম দ্বীপ বীট কর্মকর্তা সাইফুর রহমান জানান, নিঝুমদ্বীপ অতিরিক্ত জোয়ারের কারনে বাগানের হরিনগুলো বাগানের পাশে উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছে। নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে প্রধান সড়কসহ ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া নতুন সৃজন করা ঝাউ বাগানসহ ফসলি জমির ধান ৩ ফুট পানিতে ডুবে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, বেড়ীবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত
আকরাম হোসেন রিপন
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৭ই মার্চ উপলক্ষ্য উপজেলা প্রশাসন...
কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন।
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ...
গাজীপুরে স্থানীয়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ৬০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের...
ইতালির বারে গুলিবর্ষণ, প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩
ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন।
ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে...
শুধুমাত্র হাত পরিষ্কার থাকলেই আমরা ৮০ ভাগ রোগ থেকে মুক্তি পেতে পারি বললেন সিমিন...
আকরাম হোসেন রিপন (কাপাসিয়া) গাজীপুর আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। আর শুধুমাত্র হাত পরিষ্কার রাখলে আমরা আশি পার্সেন্ট...