নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলার হরন্ড মার্কেটে আজ সকাল ৯.৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মনির উদ্দিন নামে ১ জন নিহত হয়েছেন এবং সিরাজ নামের ১ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানাযায় নিহত মনির উদ্দিন (২৫) নিজস্ব মোটরসাইকেল নিয়ে সাগরিয়া বাজারের উদ্দেশ্যে মোঃসিরাজ উদ্দিন (৪৫) কে সাথে করে রওনা দিলে জাহাজমারা থেকে আসা জীপ গাড়ি ঝটিকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্বকভাবে আহত হয় মোঃ মনির উদ্দিন ও সিরাজ উদ্দিন। স্থানীয় লোকজন তাদের দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মোঃ মনির উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত মোঃ সিরাজ উদ্দিনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহত মোঃ মনির উদ্দিন(২৫) বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সফিউল্লাহ মিয়ার ছেলে এবং আহত মোঃ সিরাজ উদ্দিন (৪৫) একই ইউনিয়নের মোঃ রবিউল হোসেনের ছেলে বলে জানাজায়। হাতিয়া থানার সাব ইন্সপেক্টর মোঃআলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।