নিজস্ব প্রতিবেদক:
তোমাকে মনে পড়ে আমার স্বপ্নভঙ্গের দিনগুলোতে কিংবা পরম সুখের মূহুর্তগুলোতেও বাবা, তোমাকে মনে পড়ে খুব মনে পড়ে! যেদিন থেকে বুঝতে শিখেছি মাথার উপর তোমাকেই পেয়েছি, সেই অভাবও মিটিয়েছ তুমি অনেক আদরে, পরম স্নেহ মায়ায় আজ তুমিহীনা কষ্টের প্রহরগুলো বুকের ভিতর জমাট কান্নার ঢেউ তুলে যায়! প্রতিদিন ঘর হতে বের হবার সময় তুমি বলতে সাবধানে চলিস বাবা! আমি হেসে বলতাম, তোমার দোয়া সাথে আছে তো! বাসায় ফেরার সময়ও দেখতাম দাঁড়িয়ে আছ তুমি বারান্দায় তীর্থের কাকের মত! আমার অপেক্ষায়, আজ তুমি নেই, আমি একা; বড় একা! আমার জন্য দাঁড়িয়ে থাকেনা কেউ আর বারান্দায়, মাথায় রাখেনা ভরসার হাত! তোমাকে দেয়া কথাগুলো এখনও ভুলিনি বাবা! তোমার শেখানো পথে আজও হেঁটে চলেছি দুর্গম সে পথে ঝড় আসে, ঝঞ্ঝা আসে তবু ছুটে চলি অবিরাম, জানি পাশে আছ তুমি; ছায়ার মত! বিষাদে ছেয়ে যাওয়া মনটা বার বার খুঁজে ফেরে শুধু তোমায় চোখের কোণে তপ্ত জল জমে, মাঝে মাঝে বড্ড জ্বালা করে চোখদুটো, বার বার তোমাকে মনে পড়ে যায় খুব মনে পড়ে! খুব!!