ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন আসতেই নারীর ঝাঁপ।

0
9

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

বোরকা পরিহিত অজ্ঞাত নারী সকাল থেকেই স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। এঅবস্থায় ট্রেন আসতেই ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আজ শনিবার সকালে ময়মনসিংহের গেীরীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয় ও রেলস্টেশন সুত্রে জানা যায়, হালকা হলুদ বর্ণের বোরকা পরিহিত এক নারী (৪৫) শনিবার সকাল থেকে স্টেশনের আশপাশে ঘোরাফেরা করছিলেন। সকাল ১০টার দিকে ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করতেই হোম সিগনালের কাছে হঠাৎ একটা চিৎকার দিয়ে ট্রেনের ঝাঁপ দেন ওই নারী। পরে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। গৌরীপুর স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, নিহত নারীর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here