ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ বাসার কক্ষে মিলল ইউপি সদস্যের লাশ।

0
14

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকির হোসেনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত ৮টার দিকে পৌর শহরের হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল সংলগ্ন নিজ বাসার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত দু’দিন ধরে সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন নিখোঁজ ছিলেন। বুধবার সকাল থেকে তার থাকার কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পাশে থাকা হোটেল ইমেক্স-এর কর্মচারীরা বিষয়টি টের পেয়ে ঘরের ফুটো দিয়ে দেখে মশারি টানানো অবস্থায় বিছানায় ইউপি সদস্য জাকির হোসেনের লাশ পড়ে আছে। তাৎখনিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে রাত ৮টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, আমরা ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যাই। ইউপি সদস্য তার ঘরে একাই থাকতেন। তার সঙ্গে পরিবারের কেউ না থাকায় মৃত্যুর বিষয়টি বুঝতে পারেনি। আমরা তার ঘরের টিন কেটে প্রবেশ করে তার লাশ উদ্ধার করি। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here