জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি
গনমানুষের নেতা মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্জ অ্যাডভোকেট সাইফুজ্জামান_শিখর ভাইয়ের ও জেলা কৃষক লীগের নেতাকর্মী দের নির্দেশক্রমে।
শ্রীপুর উপজেলার কৃষক লীগের সভাপতি খবির হোসেন খান নেতৃত্বে আজ সারাদিন গরিব কৃষকের ধান কেটে দিলো শ্রীপুর উপজেলার নেতাকর্মীরা ও সকল ইউনিয়নের কৃষক লীগের কর্মিরা। চন্দ্রপারোা গ্রামে মাঠে অসহায় দুস্হ্য মানুষের দুই একর জমির দরিদ্র বর্গা চাষীর ধান কেটে দেয়া হয় । করোনা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হব্বিবর, সহ সভাপতি নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মরিয়ম লাজমীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক কবির বিশ্বাস। এবং শ্রীপুর সদর ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়ন সভাপতি ডাঃ সালাহউদ্দিন, নাকোল ইউনিয়নের সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, আমলসা ইউনিয়নের সহ সভাপতি দেব সংকর, সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার, রিপন, রাজ্জাক, রকিবুল,সহ আরো অনেকে। #কৃষক_জানান আমি ধান কাটতে পারছিলাম না। ধান জমিতে পেকে গেছে কিন্তু কাটার জন্য লোক পাচ্ছিলাম না। কৃষক লীগের সভাপতি খবির হোসেন খান এর সঙ্গে কথা হলে তিনি তার কৃষক লীগের সকল নেতাকর্মী দের নিয়ে আমার জমিতে ধান কেটে দিলেন,,এতে আমার বড় উপকার হয়েছে ।
আল্লাহর কাছে দোয়া করি কৃষক লীগ যেনো এভাবে সবার উপকার করতে পারে। খবির হোসেন খান বলেন আমরা দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকের পাশে আমরা থাকবো।যারা শ্রমিকের অভাবে জমির ফসল ঘরে আনতে পারছে না তাদের জন্য আমি শ্রীপুর উপজেলার বাসির প্রতি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। শুধু আমাকে জানালে আমি আমার কর্মীদের নিয়ে সেখানে হাজির হবো ইনশাআল্লাহ।।