শিক্ষার্থী ও জনগনের যাতায়াতের চরম দুর্ভোগ

0
23
 মোঃ রাকিব মৃধা বেতাগী উপজেলা প্রতিনিধি ১নং বিবিচিনি মল্লিক বাড়ির ব্রিজ ভেঙ্গে পড়ায় শিক্ষার্থী ও জনগণের যাতায়াতের চরম দুর্ভোগ বেতাগী উপজেলার ০১নং বিবিচিনি ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বিবিচিনি নিয়ামতি সংযোগস্থলে, মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন। এই ব্রিজ দিয়ে বিবিচিনি সঃ প্রাঃ বিদ্যালয় এবং বিবিচিনি নিয়ামতি যুক্ত মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধিকাংশ শিক্ষার্থী এবং এলাকাবাসি যাতায়েত করতো এখন ব্রিজ টি ভেঙ্গে পড়ার কারনে চলাচলের ব্যাঘাত ঘটেছে। এলাকাবাসি ও শিক্ষার্থীরা বরগুনা ০২ আসনের মাননিয় এমপি মহাদয় জনাব মোঃ শওকত হাসানুর রহমান রিমন, বেতাগী উপজেলা চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী উপজেলা আওয়ামিলীগের সভাপতি বর্তমান বেতাগী পৌর মেয়র জানাব আলহাজ্ব এ বি এম গোলাম কবির,১নং বিবিচিনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব অধ্যাপক নওয়াব হোসেন খান নয়ন. এদের কাছে বিশেষ ভাবে অনুরোধ ও তাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে খুব দ্রুত এই ব্রিজটি সংস্কার করা হয়। মোঃ রাকিব মৃধা বেতাগী বরগুনা। BD STER TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here