এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥
হবিগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি শফিকুর রহমান আজাদ’র স্ত্রী নাসিমা আজাদের হাতে প্রধানমন্ত্রীর তহবিল হতে ১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। শফিকুর রহমান আজাদ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর বরাবর আর্থিক সহায়তার আবেদন জমা দেন এমপি আব্দুল মজিদ খান। আবেদনের প্রেক্ষিতে ১ লাখ ৫০ হাজার টাকা মঞ্জুর হয়, কিন্তু দুঃখের বিষয় চেক আজাদ’র হাতে পৌছার পূর্বেই তার মৃত্যু হয়। পরে আবারও এই চেক নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়ে নাম পরিবর্তন করে তার স্ত্রী নাছিমা আজাদের নামে চেক নিয়ে এসে উপস্থিত নেতৃবৃন্দের উপস্থিতিতে ৩১ আগষ্ট সোমবার চেক তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সহ-সভাপতি অমল কুমার দাস পলাশ, রফিকুল ইসলাম রফিক, আলহাজ্ব আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ।