। রিপোর্ট মোঃ ইয়াছিন হাওলাদার, টঙ্গি গাজীপুর প্রতিনিধি।
দক্ষিন মৌচাক রিয়াজুল উলুম মাদরাসার ছাএদের শিক্ষাবৃওি প্রধান উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি,যুবকদের ইস্পন্দন,আমাদের অহংকার,রাজপথে কাপানো লড়াকু এক সৈনিক আমার প্রান পৃয় রাজনৈতিক অভিভাবক কালিয়াকৈর উপজেলা ছাএলীগের সাবেক সফল সাধারন সম্পাদক জনাব মোঃ মাসুদ পারভেজ ভাই।
তিনি বলেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে , সৎ বুদ্ধি, সৎ পরামর্শ, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে কেননা তারাই হবে দেশের ভবিষ্যৎ, মাদক থেকে দূরে থাকতে হবে, সে দিকে খেয়াল রাখতে হবে।
এবং দেশের করোনা পরিস্থিতি আবারো দ্বিতীয় বারের মতো বিরাজ করছে, তাই সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে, ঘরের বাহিরে বের হলে মাক্স ব্যাবহার করতে হবে, এবং ভালো করে সেনেটাইজারি দিয়ে হাত দুয়ে নিবো।
দক্ষিন মৌচাক বঙ্গবন্ধু জনকল্যান ট্রাস্টের সফল তিন তিন বারের সাধারন সম্পাদক মোঃ আজিজুল হক দুলু। দক্ষিন মৌচাক জনকল্যান ট্রাস্টের সম্মানিত সভাপতি,এবং কালিয়াকৈর উপজেলার ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির সম্মনিত সভাপতি জাহিদ মামুন ভাই উপস্থিত ছিলেন। মোঃ মোখলেছুর রহমান, দক্ষিন মৌচাক গ্রাম আওয়ামীলীগ।
মোঃ আলিম উদ্দিন খান, যুগ্ন সাধারন সম্পাদক, দক্ষিন মৌচাক বঙ্গবন্ধু জনকল্যান ট্রাস্ট। মোঃ দেলোয়ার হোসেন রুবেল সরকার, সভাপতি কালিয়াকৈর উপজেলা ছাএলীগ শাখা। মোঃ রাকিব খান, সাারন সম্পাদক কালিয়াকৈর উপজেলা ছাএলীগ শাখা।
মোঃ রেজাউর রহমান রাজু খান, সভাপতি,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখা। মোসাঃ নাজমা সরকার, আহবায়ক সদস্য, গাজীপুর জেলা যুব মহিলালীগ।