২০২০ সালের ভেতর চীনের চেংডু শহরের আকাশে কৃত্রিম চাঁদ স্থাপনের পরিকল্পনা করছে দেশটির বিজ্ঞানীরা।২০২০ সালের মধ্যেই রাতের শহর আলোকিত করতে আকাশে কৃত্রিম চাঁদ স্থাপনের পরিকল্পনা করছেন চীনা বিজ্ঞানীরা। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে টাইম জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু শহরের আকাশে মানবসৃষ্ট ওই চাঁদ স্থাপন করা হবে বলে বিজ্ঞানীরা পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ‘টাইম’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। কৃত্রিম চাঁদটিতে এমন বহিরাবরণ ব্যবহার করা হবে যা আসল চাঁদের মতোই সূর্যের আলো প্রতিফলিত করে রাতের পৃথিবীকে আলোকিত করবে। ওই চাঁদটি মূলত একটি স্যাটেলাইট। কৃত্রিম চাঁদটি স্থাপন করা হলে রাতের বেলা চেংডু শহরে আর সড়কবাতি জ্বালানোর প্রয়োজন পড়বে না। বিজ্ঞানীদের মতে সাধারণ মানুষের চোখে মূল চাঁদের চেয়ে ওটি হবে আটগুণ বেশি উজ্জ্বল। আর সড়ক বাতির চেয়ে উজ্জ্বল হবে পাঁচগুণ কম। পৃথিবীর খুব কাছে মাত্র পাঁচশত কিলোমিটার দূরত্বে এটি আবর্তিত হবে। যেখানে মূল চাঁদ অবস্থিত পৃথিবী থেকে তিন লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে। ‘তিয়ান ফু এরিয়া সায়েন্স সোসাইটির’ প্রধান বিজ্ঞানী য়ু চানফেং চীনা সংবাদ মাধ্যম চায়না ডেইলিকে জানান, উচ্চাভিলাষী এ প্রকল্পের মাধ্যমে সমস্ত রাতের আকাশ আলোকিত করা সম্ভব হবে না। এমনকি পুরো চীনও নয়। এর আওতায় থাকবে কেবল মাত্র চেংডু শহর। কৃত্রিম ওই চাঁদ স্থাপন করা হলে বাৎসরিক হিসাব অনুসারে ১৭ কোটিরও অধিক মার্কিন ডলার বিদ্যুৎ ব্যয় বেঁচে যাবে চেংডু শহরের। শুধু তাই নয়, অন্ধকারে কিংবা প্রাকৃতিক দুর্যোগে এটি খুব দ্রুত কাজে আসবে বলেও জানান তিনি। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা গেলে ২০২২ সালের মধ্যে আকাশে আরো তিনটি কৃত্রিম চাঁদ স্থাপন করা হবে বলেও জানান তিনি। সফল ভাবে কাজটি তুলে আনা ও যাতে প্রকৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে এ ব্যাপারে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন বলে জানান চানফেং। মহাকাশ নিয়ে চীনের মতো এ রকম উচ্চাভিলাষী প্রকল্প এই প্রথম নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের মতে, এর আগেও ১৯৯০ সালে দিনের আলো না পাওয়া রাশিয়ার উত্তরাঞ্চলের কিছু শহরে সূর্যের আলো প্রতিফলিত করার পরিকল্পনা করেছিল দেশটি। সে জন্য তারা আকাশে বিশেষ পদ্ধতির একটি আয়না স্থাপন করেছিল, যা সূর্যের আলো প্রতিফলিত করতে সক্ষম। কিন্তু পরবর্তী সময়ে বায়ুমণ্ডলের প্রভাবে আয়নাটি কর্মক্ষমতা হারিয়ে ফেললে ১৯৯৯ সালে ওই প্রকল্প বাতিল করা হয়। শুধু তাই নয়, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ‘রকেট ল্যাব’ আকাশে একটি কৃত্রিম নক্ষত্র স্থাপন করে। কিন্তু আলোদূষণ ও পৃথিবীর কক্ষপথে ঝুটঝামেলা তৈরির দায়ে বিজ্ঞানীরা মানবসৃষ্ট ওই নক্ষত্রের সমালোচনা করেন।
সর্বশেষ সংবাদ
পাইকগাছা থানার ইনচার্জ এজাজ শফীর একুশে স্মৃতি সম্মাননা পদক লাভ বিভিন্ন মহলের অভিনন্দন
মোঃ ফসিয়ার রহমান :-
কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা জেলার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী অমর একুশে স্মৃতি সন্মাননা পদক লাভ করেছেন।
স্বাধীনতা সংসদ...
পাইকগাছার দেলুটিতে অপরিচিত একব্যক্তির মৃত দেহ উদ্ধার: ওসির ঘটনাস্থল পরিদর্শন
মোঃ ফসিয়ার রহমান :-
পাইকগাছার দেলুটি ইউপিতে অপরিচিত পরিত্যক্ত একব্যক্তির মৃত দেহ উদ্ধার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার দেলুটি ইউনিয়নের জকারহুলায় ইউপি সদস্য...
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আশুগঞ্জে বর্ণাঢ্য রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নাহিদ সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি...
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
আজ (২৭ফেব্রুয়ারী) শনিবার দুপুরে টাঙ্গুয়ার...
নবাবগঞ্জে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্ভোধন
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সোবহান আলম ২৭ ফেব্রুয়ারি, রোজ শনিবার সকাল ১১ঘটিকায়। নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মধ্য খালিপপুর দ্বি - মূখী উচ্চ বিদ্যালয় এর...