মনজুর আলম :
দেশের টাকা দেশেই থাক মেভবুক এগিয়ে যাক।এই স্লোগান মাধ্যমে বাংলাদেশের মাটিতে এই প্রথম দেশি ইঞ্জেনিয়ারদের হতে পরিচালিত সম্পূর্ন দেশি সোশ্যাল মিডিয়া! যেখানে পাবেন FACEBOK,INSTAGRAM,LINKDIN,TIKTOK একি সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবেন সব কিছু! Www.mevbook.com সবার প্রিয় আন্তর্জাতিক মানের সামাজিক যোগাযোগ মাধ্যম মেভবুকের শুভ উদ্বোধন হলো পহেলা জানুয়ারি ২০২১ রাত ৯ টায় অনুষ্ঠিত হয় এই লাইভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম মেভবুক বিশ্বের দরবারে উন্মুক্ত হবে।
মাওলানা উবায়দুর রহমান খাঁ নদদীরহ দৈনিক ইনকিলাব (প্রধান সহকারী সম্পাদক) মোস্তফা কামাল আর্থিক উপদেষ্টা মেভবুক, মাহদী হাসান প্রতিষ্ঠাতা ও সিইও, লুকমান বিন নূর দেশটির রাষ্ট্রদূত এনবিএমইজি ,তানভীর কামাল প্রতিষ্ঠাতা ও সিইও মেভবুক,হোস্ট নাজির হোসেন মুহাম্মদ মুস্তাইন বিল্লাহ মেভবুক একটি আপকামিং স্যোসাল মিডিয়া এ্যপ। আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম। আগামী পহেলা জানুয়ারি ২০২১ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলো এই এ্যপে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম,লিঙ্কদিন,মেসেঞ্জার সহ বিভিন্ন এ্যপের মিশ্রিত ফ্লেভার পাবেন। তাছাড়া রয়েছে গেমস,বিজনেস,অডিও, ভিডিও,লাইভ,পোল, আর্টিকেল শেয়ারের মত মজাদার ও গুরুত্বপূর্ণ অনেক ফিচার। ফেসবুক থেকে আপডেট বিভিন্ন সিস্টেম মিশ্রিত থাকবে। এখানে থাকবে না কোনো অশ্লীলতা সয়লাব। হ্যা, অবশ্যই থাকবে আপনার ডাটা হেফাজতের পূর্ণ নিশ্চয়তা। জানি, সবারই খুব খুশি লাগছে। আমাদের যোগাযোগ মাধ্যম। ভিনদেশী মিডিয়া নয়। দেশি মিডিয়া দেশেই তৈরি করা হয়েছে। দেশের টাকা দেশেই থাক ,মেভবুক এগিয়ে যাক।