জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি:
১৪ ফেব্রুয়ারি রোজ রবিবার মাগুরা জেলা আওয়ামী লীগের প্রচার বিষয়ক সম্পাদক শাখারুল ইসলাম শাকিল এর বড় কন্যার শুভ জন্মদিন পালন করা হয়। শাখারুল ইসলাম শাকিল এর ১ মেয়ে ২ ছেলে।
আজ তার বড় মেয়ে শারিকা ইসলাম লাবিবা এর শুভ জন্মদিন। শারিকা ইসলাম লাবিবা বাবা শাখারুল ইসলাম শাকিল। তিনি একজন সমাজ সেবক ও দক্ষ রাজনৈতিবিদ। শাখারুল ইসলাম শাকিল সাবেক ছাএলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব ছিলেন। বর্তমান তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব আছেন। এবং তিনি একজন আর্দশ এডভোকেট মাগুরা জেলা জর্জকোট… শারিকা ইসলাম লাবিবা ৪র্থ শ্রেনী লেখা পড়া করে।
শারিকা ইসলাম লাবিবা জম্ম গ্রহন করে ২০১১ সালে ১৪ ফেব্রুয়ারিতে। তিনি ঘরকে আলোকিত করে জম্ম গ্রহন করে। তার আজ ১০ তম জন্মদিন পালন করে হয় পরিবারের সবায় মিলে। শারিকা ইসলাম লাবিবা ২০১১ সালের এই দিনে তিনি মাগুরা সদরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। ইতোমধ্যে অনেকেই বিভিন্ন মাধ্যমে তাকে তাঁর জন্মদিনের ভালবাসায় সিক্ত করেছেন।