মামাকে জান্নাতের উচ্চ মাকাম দাওহে প্রভূ,
হাসি খুসি ছিল সদাই; রাগ দেখিনি কভূ।
আদর স্নেহে ডাকে সুরে সোনামণি ওরে,
আজ কাছে নেই মামা তুমি কোথা গেলে উড়ে!
বহুদিন পর ফেসবুকে; দেখে চমকে উঠি,
স্মৃতি শুধু আছে তবে বাঁধন গেছে টুটি।
আমের দিনে মামা বাড়িতে যাইতাম ছোট বেলা,
গাছে উঠে আনন্দভরে খেলতাম কত খেলা।
মামা দেখে অবাক হয়ে বলতো ওরে সোনা,
পইরা যাবা! নেমে এসো! হারিয়ে গিয়েছে আজ ঐ আপনজনা।