– রচনায়ঃ সান্ধ্য কবি সুলতানা রাজিয়া।
উলুপুর, কুড়িগ্রাম, বিশেষ প্রতিনিধি। জননীর প্রতিনিধি-
কর্মভারে অবনত ওহে সোনা দিদি। আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা, জনম বিশ্বের তরে, পরার্থে কামনা। আমি যেন কোন এক বসন্তের রাতের জোনাকি, অথবা দিনের শেষে কোন নীল আকাশের পাখি। আমি যেন কোন এক পথ শ্রান্ত অচেতন পথিক, দুদন্ড তাকিয়ে থাকি যে-আকাশ আলো ঝিকমিক।