রচনায়ঃ —সান্ধ্য কবি সুলতানা রাজিয়া, কুড়িগ্রাম জেলার বিশেষ প্রতিনিধি।
“””বয় ফ্রেন্ডের জন্য নয়”””
বয়ফ্রেন্ডের জন্য নয়, মা’কে সাহার্য্য করতে গিয়ে যদি হাত কাটতে হয়।
তবু হাত কাটুন, তরকারি মজার করতে পাটায় মরিচ বাটুন।
মা’কে খুশি করতে গিয়ে জীবনের ঝুকি নিন,
তবুও শোধ হবে না মায়ের প্রীতির ঋণ।
বয়ফ্রেন্ডের ভাল বাসা, অাজ অাছে, কাল নাই।
বিয়ে প্রীতির ভাল বাসাও ভেবে নিবেন তাই।
মা-বাবার হয় না তুলনা, দুঃখ দিলেও মেনে নাও তাদের ভুল না।
জীবন দাও সপি– অাখেরাতে প্রতিদান থাকবে হয়ে কপি।
কাজ কর্মে কর সাহার্য্য বাবা-মা’ কে, অাখেরা’তে পাশে থাকা, পাবে যাকে।
সবাই কর শিক্ষা গ্রহন, মা’গুরু, বাবা গুরু’ কে পাশে রাখ সর্বক্ষণ।