মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,একটু সহনুভুতি কি পেতে পারে না । গাজীপুর সিটি কর্পোরেশন এর ১২ নং ওয়ার্ড এর “মাহিন -প্রি- ক্যাডেট” স্কুল এর অষ্টম শ্রেণীর ছাত্রী টুম্পাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন তার পরিবার। টুম্পা হৃদরোগে আক্রান্ত (হার্টে ছিদ্র) ধরা পড়েছে । তার অপারেশন এর জন্য প্রয়োজন “সাড়ে তিন লক্ষ” টাকা যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। তার বাবা ১০ বছর আগে প্যারালাইজড হয়। তাদের শেষ সম্বলটুকুও তার বাবার পিছনে দিতে হয় । আজ এই শূন্য হাতে তাকে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে টুম্পাকে । অপারেশন করানো হবে ” জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ” যোগাযোগঃ (বিকাশ): 01787285584 (রকেট ):01787285584 টুম্পার মায়ের নাম্বারঃ 01795043985 সবাইকে সাহায্যের জন্য অনুরোধ জারিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী । সকলের অল্প অল্প সাহায্যের টাকা ও দোয়াই স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে টুম্পা।