” মো: ফয়সাল খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের হস্তক্ষেপে গঞ্জপাড়া থেকে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ির গঞ্জপাড়ায় আনসার রফিক ও কালা বাবুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষক পাচার করে আসছে। শনিবার ২৯শে’ আগস্ট বিরল প্রজাতির সরীসৃপ তক্ষকটি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসলে এলাকাবাসী আনসার রফিক ও কালা বাবুলকে আটক করে। এর মাঝে আনসার রফিক ও কালা বাবুল তাদের সহযোগীদের সহযোগিতায় তক্ষকটি রেখে কৌশলে পালিয়ে যায়।পরে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের হস্তক্ষেপে বিলুপ্তপ্রায় সরীসৃপ প্রাণীটি অবমুক্ত করার জন্য সদর থানার অফিসার ইনচার্জ মো আবদুর রশিদের নিকট হস্তান্তর করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মাসুম রানা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হক মাসুদ, পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।