ছাত্র কল্যাণ সংস্থা (ছাকস) এর উপদেষ্টা সৈয়দা শামীমা নাসরিন এর মৃত্যুতে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি।

0
66

ছাত্র কল্যাণ সংস্থা (ছাকস) কলমাকান্দা, নেত্রকোনা। রেজিঃনং নেত্র ০৬৯৪ এর সকল সদস্য /শুভাকাঙ্খী দের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২২/০৮/২০২০ ইং রোজ শনিবার ভোর ৫ঃ০০ টায় স্মরণিকা উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা, নেত্রকোনা এর প্রতিষ্টাতা প্রধান শিক্ষিকা জনাবা,সৈয়দা শামীমা নাসরীন ম্যাডাম মৃত্যুবরণ করেন!এতে ছাত্র কল্যাণ সংস্থা ছাকস পরিবার গভীর শোকাহত। সংগঠনের উপদেষ্টা আমাদের মাতৃতুল্য শিক্ষিকার রুহের মাগফেরাত কামনায় আসছে আগামী ০৪/০৯/২০২০ ইং রোজ শুক্রবার বিকাল ২ঃ০০ ঘটিকায় স্মরণিকা উচ্চ বিদ্যালয় হলরুমে দোয়া ও ম্যাডামের স্মরণে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এতে আপনার যথাসময়ে উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি। সংগঠনের পক্ষে মোঃমাসুদ পারভেজ সালমান সভাপতি ছাত্র কল্যাণ সংস্থা ছাকস মোঃআশরাফুল ইসলাম জাকির সাধারণ সম্পাদক ছাত্র কল্যাণ সংস্থা ছাকস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here