এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি
: জনপ্রিয় অনলাইট নিউজ পোর্টাল তিস্তা এক্সপ্রেস নিউজের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শনিবার সম্পাদকীয় পরিষদের বৈঠকের মাধ্যমে মাসুম লুমেনকে সম্পাদক এবং এবি সিদ্দিককে প্রকাশক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয় অলি আহাদকে। তানভীর সিয়ামকে চেয়ারম্যান করে মুহা. মোশারফ হোসেন, মো: আফজাল হোসেন এবং মো: রওশন আলম পাপুলকে যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সহকারী সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন আলিফ রহমান বিজয়। এম. এ তালহাকে বার্তা সম্পাদক এবং বিপ্লব ইসলামকে চীফ রিপোর্টার হিসাবে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও স্টাফ রিপোর্টার হিসাবে রয়েছেন মো: মাসুম আলম, হোজাইফা আহম্মেদ, আবু সুফিয়ান, মাহফুজ উল আলম এবং জাবের আল মাহমুদ। সম্পাদক মন্ডলীর মিটিং শেষে নির্বাহী সম্পাদক অলি আহাদ সাংবাদিকদের নিশ্চিত করেন তিস্তা এক্সপ্রেস নিউজের প্রধান অফিস হচ্ছে ঢাকা পল্টনে এবং সাব-অফিস হিসাবে গাইবান্ধায় একটা অফিস রাখা হয়েছে।