নোয়াখালী হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ

0
8
 রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধিঃ
আজ ২৩ আগস্ট (রবিবার) সকালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বন্যাকবলিত এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ নৌবাহিনী। সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সামনে এই জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরো উপস্থীত ছিলেন হাতিয়া উপজেলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম,লেফটেন্যান্ট মঈদুল হক মহিন চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ এবং চরঈশ্বর ইউনয়ন পরিষদের মেম্বারগণসহ নৌবাহিনীর সদস্যবৃন্দ। হাতিয়া উপজেলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম জানান,দূর্যোগ ও করোনা মহামারি চলাকালীন সময় বাংলাদেশ নৌবাহিনী জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে এবং এই বিতরণ কাজ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here