পেয়াজ রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে ভারতকে অনুরোধ বাংলাদেশের

0
13

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন পেয়াজ রপ্তানি বন্ধের আদেশ প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছেন বলে (১৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মন্ত্রী আরও জানান আমাদের মধ্যে অলিখিত কথা ছিল যে ভারত ধারাবাহিক ভাবে বাংলাদেশে পেয়াজ রপ্তানি করবে।তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদি কোনো পরিবর্তন হয় আগে আমাদের জানিয়ে দেবে।

আমরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন এর অনুরোধ জানিয়েছি

গত ১৪ সেপ্টেম্বর ভারত পূর্ব ঘোষণা ছাড়া বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশে একদিনেই পেঁয়াজের দাম এক তৃতীয়াংশ বেড়ে গেছে। গত সোমবার ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হলেও গতকাল মঙ্গলবার বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা দরে।
উল্লেখ্য, গত বছরের মতোই এবারো কোনো আগাম বার্তা না দিয়েই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here