ময়মনসিংহের রায়বাজারে ডিজেল ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড।

0
10

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়বাজারে একটি দাহ্য পদার্থের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ডিজেল এবং গ্যাস সিলিন্ডার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গোডাউনের কর্মচারী বনগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে মো. কামাল (২৪) আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন সমকালকে বলেন, আগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। গোডাউনে বিপুল পরিমাণ ডিজেল ড্রাম ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস নির্ণয় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here