হাবিপ্রবির হিসাব শাখার পরিচালকের রদবদল

0
12

 

মোঃ মিরাজুল আল মিশকাত হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) হিসাব শাখার পরিচালক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে মৃত্তিকা বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান লিখনকে। বিষয়টি গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিজ্ঞপ্তির বলা হয়, ” এ বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক ( হিসাব ) এর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগকে আগামী ২৭-০৯-২০২০ তারিখ পূর্বাহ্ন হতে পরিচালক ( হিসাব) এর অতিরিক্ত দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো “। আজ ( রবিবার ) হাবিপ্রবির রেজিস্ট্রার সাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ” এ বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার মোঃ মিজানুর রহমান, উপ-পরিচালক ( হিসাব) কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৭-০৯-২০২০ ইং তারিখ পূর্বাহ্ন হতে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে হিসাব শাখার পরিচালক ( ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হল হলো । শর্তাবলী : ১। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিতব্য সকল বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবেন। ২। বিধি মোতাবেক এক্ষেত্রে প্রদেয় ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। ৩। প্রয়োজনে কতৃপক্ষ যে কোনো সময় এ আদেশ বাতিল করতে পারবেন “।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here