নেত্রকোনার পূর্বধলায় ২ পিকআপের মুখোমুখি সংঘর্শে নিহত ১।

0
20

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ সোমবার সকালে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে একটি যাত্রীবাহী পিকআপে করে ২৫/২৮ জন যাত্রী জেলার মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিল। অপরদিকে মাছবাহী একটি পিকআপ নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। এসময় ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিমেল মিয়া (৩০) নামের একজন ঘটনাস্থলেই মারা যান। সে উপজেলার পাবই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। এছাড়া দুই পিকআপের চালকসহ আরো ১৭ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও চারজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি পিকআপই আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here