মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পানিবন্দি২ শ মানুষের মাঝে খাবার বিতরণ

0
8

রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন।

গত কয়েকদিনের একটানা ভারি বর্ষনে রংপুর সিটি এলাকা সহ রংপুরের সর্বত্র নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলমগ্ন থাকায় জনদূর্ভোগ চরমে দাড়িয়েছে। পানিবন্দি মানুষের মাঝে জালানী সংকট সহ রান্না করা খাবারের খাদ্যাভাব দেখা দিয়েছে। চলচিত্র ও নাট্য নির্মাতা জিএম সৈকত প্রতিষ্ঠিত মানবিক সংগঠন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগ ও রংপুর জেলা কমিটি মানবিক কাজের অংশ হিসেবে ২ শত বিপদাপন্ন দরিদ্র ও বিপদাপন্ন পানিবন্দি মানুষের মাঝে গতকাল রান্না করা খিচুরি বিতরণ করেন। খাবার বিতরণ করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগ এর সভাপতি কবি লেখক সংগঠক সাংবাদিক নাসরিন নাজ। খাবার বিতরণে সহযোগী ছিলেন মোহাম্মদ নাদিম, মোহাম্মদ শাহজাদা,মোহাম্মদ কামরান,মোহাম্মদ ফয়সল,মোহাম্মদ সাদ্দাম প্রুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here