শরীয়তপুরের জাজিরার ভ্যান হারিয়ে নিঃস্ব জলিল মিয়াকে নতুন অটো ভ্যান ক্রয় করে দিয়েছেন ভলান্টিয়ার্স ফর ন্যাশন৷

0
37

মুহাম্মদ বরকত মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি৷ শরীয়তপুরের জাজিরার কাজীরহাট থেকে এই মাসে জলিল মিয়ার একমাত্র আইয়ের উৎস ভ্যানটি হারিয়ে ফেলে পাগল প্রায় হয়ে যান৷ পরে ভোলান্টিয়ার্স ফর ন্যাশন টিম আজ তাকে তাদের জরুরী ফান্ড থেকে একটি অটো ভ্যান ক্রয় করে দেন৷ ভোলান্টিয়ার্স ফর ন্যাশন টিম করোনা কালে প্রায় ৫০০ পরিবারের মাঝে এবং বন্যার সময় প্রায় ১০০ পরিবারের মাঝে ত্রান-সাহায্য প্রদান করে থাকে৷ তারা সর্ব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবেন এটাই তাদের ইচ্ছা৷ এবং টিমের অন্যতম নির্বাহী সদস্য পলাশ খান বলেন তাদের এই মানবতার কাজে তাদের কে যারা সাহায্য করেছেন তাদের প্রতি টিমের সকলেই কৃতজ্ঞ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here