মোঃ রাকিব মৃধা বেতাগী বরগুনা।
ইসলামী আন্দোলনের একজন নিবেদীত প্রান।বেতাগী উপজেলা সরকারী কলেজের ইসলামী ষ্ট্যাডিজ বিভাগের অধ্যাপক। শাহজাহান মিয়াজী স্যার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজিউন। BD STER TV পক্ষ থেকে মরহুমের বিদাহী আত্নার মাগফেরাত কামনা করছি,শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করিছি,