বিস্তারিতঃ আব্দুর রশিদ নেত্রকোণা জেলা প্রতিনিধি।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের সাথে যোগাযোগ করতে শুরু করেছে। এরইমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের নিয়ে অনলাইন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে। এরই অংশ হিসাবে উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ নুরুজ্জামান শেখ মেম্বার পদ প্রার্থী হিসেবে তার নির্বাচনী এলাকায় প্রচারনা চালাচ্ছে।নুরুজ্জামান শেখ বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।তিনি তার এলাকায় প্রচারনার সময় কালে ভোটার দেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। নুরুজ্জামান শেখ স্হানীয় সাংবাদিকদের বলেন,আমি আগামী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করবো।তিনি নির্বাচনী এলাকার জনগণের প্রতি আকুল আবেদন করে বলেন,আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনারা আমার পাশে থাকবেন সব সময়।