আগামী ইউপি নির্বাচনে কলমাকান্দা সদর ইউনিয়নের প্রার্থী হতে চান যুবলীগ নেতা পলাশ।

0
38

রিপোর্টঃ নেত্রকোনা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস দলীয় নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় করেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয়ে কলমাকান্দা সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।কলমাকান্দা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগ নেতা কর্মীরা। উক্ত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন ইতিমধ্যে তিনি এলাকার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালাচ্ছেন ও ব্যানার ফেস্টুন ঝুলিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here