মোঃ ইয়াছিন হাওলাদার টঙ্গি গাজীপুর প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালু মহলে চাঁদা চাওয়া কেন্দ্র করে গত ৯ সেপ্টেম্বর বৈদ্যারগাও গ্রামে মুন্সীগঞ্জ জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গংদের কতিপয় দূর্বৃত্তরা আজিম সমর্থক রোবেলের হাত কেটে আনন্দ মিছিল করেছে। সন্ত্রাসী চক্রর হামলায় আহত হয়েছে একই গ্রামের কবির (২৮) হাত কাটা রোবেলের বন্ধু । রোবেলের স্ত্রী তানিয়া বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলার ৩ দিন পরও আসামী গ্রেফতার না হওয়ায় শুক্রবার বিকেলে বৈদ্যারগাও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যমান মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সন্ত্রাসী চক্র শাজাহান খান গংদের অনতিবিলম্বে গ্রেফতার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । বক্তব্য রাখেন হাজী কেরামত আলী উচ্চ বিদ্যমান পরিচালনা কমিটির সভাপতি আজিম উদ্দিন ফরাজি, উপজেলা যুবলীগ নেতা হুমায়ন কবির সরকার, টেংগারচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মোঃ রকিবুল ইসলাম, ফজলুর রশিদ সরকার, ইউপি সদস্য নুরুজ্জামান শিকদার, আসামি মাসুম শিকদারের বাবা আঃ ছাত্তার, আহত রোবেলের বড় ভাই সেলিম জাবেদ,স্ত্রী তানিয়া বেগম প্রমুখ। বক্তাদের সকালের দাবী শাজাহান খান জেলা যুবলীগ সভাপতি হওয়ার পর পর এলাকায় রোবেল, কবির, আওলাদ,দেলোয়ার, হাসিনা বেগমসহ অনেক সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা ও পঙ্গু করেছে। গজারিয়া থানা তদন্ত ওসি মামুনুর রশিদ জানান আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে ।